আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন মুফতি ময়লানাদের বচনা-মৃত
আধুনিক যুগের গরুখোর জুম’য়া পড়া নামধারী মুসলিম(!)
গুলা এক একটা “আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন মুফতি ময়লানা” যারা কিনা
◘ “মনের ফর্দাই বড় ফর্দা!” / “নামাজ না পড়লেও হামার ঈমান কনক্রিট আছে”/◘ “পর্দা না করলেও মাইয়ার মন ফরিষ্কার” / “কালেমা যখন পড়ছি একদিন বেহেশতে যামুই যামু” /◘ “সুদী ব্যাংকে চাকরী করি তো কি! কাজ কইরা তো খাই” /◘ “নামাজ-কালাম না ফড়লেও আমি কেন্তু মাইনষের ক্ষেতি করি না” /◘ “হামার গফ আছে আমি হুজুরগো মতন লুইচ্যা না!” /◘ “দেখছনি! হুজুর হয়া রাস্তায় খেলাধূলা করে!” / “ঐ মাইয়্যারে আমি বইনের মত দেহি!” /◘ “বুঝলা! বিয়া করা ফরজ আর নামাজ ফড়া ফার্সোনাল” /◘ “ক্বুর’আন পড়তে ফারি না তো কি! মিলাদ তো ফড়ি!” /◘ “ফ্যাসবুক, মোবাইল, কম্পুট্যার চালাও ক্যান এগুলান তো নাবীর আমলে সিলো না এগুলান বেদাত!” /◘ “জান বাঁচান ফরজ” / “ধর্ম যার যার কিন্তু ফষ্টিনষ্টিই বেবাকের” / “সবজাগায় ধর্ম (ইসলাম) টাইনা আনবা না” /◘ “আল্লাহয় কি দুনিয়া ছাইড়া দিবার কইছে তাই ১৪ গুষ্টির লাইগা গাড়ি, বাড়ি, নারী সব করতে হইবো” /◘ “কেউ মইরা গেলে চল্লিশা আর মিলাদ না করতে অয় এইডাই নিয়ম!” /◘ “লাকুম দিনুকুম ওয়ালিয়া দীন- ইসলাম এত কডোর না!” /◘ “ধর্মকর্ম না করলেও আমার মনের ভিত্রে কি আছে হেইডা আমিই জানি!” /◘ “ইসলাম মাইয়াগো খালি ঘরে চুড়ি পইড়া বইসা থাকতে কয় নাই, খাদিজা রঃ-ও ব্যবসা করতেন বুঝসো” /◘ “মানবধর্ম পরম ধর্ম” / “ঐ আমলের নাবী-সহাবীগো লগে এই আমল মিলাইলে চলতো না” /◘ “কিসসু করার নাই সব মুক বইজা সহ্য করতে হপে, এইদাই ক্বিয়ামাতের লক্ষন” /◘ “তুই নামাজে যা আমার প্যান্ট নষ্ট” / “ট্যাক্স দিলে যাকাত দিমু ক্যা?” …
এরূপ একবিংশ শতাব্দীর জটিলতম কিক্বহী মাস’আলা ও ফতোয়া
বলিয়া ইসলামকে দুনিয়ার সামনে জাহির করে যাচ্ছেন তাদের জন্য এক বদনা সমবেদনাসহ দুটি
কথাঃ
১. মরার আগেই নিজেরে এখনই শুধরান আর নাইলে
২. আল্লাহ সুবহানা হুয়া তা’আলার সামনে গিয়া এই কথা
গুলা পারলে বইলেন