রাশিয়ান বইঃ অন্যরকম গল্প Collection

 


“রাশিয়ান বই“যারা নব্বই এর দশকের পাঠক তাদের অনেকেই জানেন যে রাদুগা প্রকাশনী থেকে রাশিয়ান (সোভিয়েত ইউনিয়ন) থেকে প্রকাশিত অনেক বই আছে যেগুলো অনুবাদ করে ছাপানো হতো। এই বইগুলো এক অন্যরকম জগৎ-এর হারিয়ে যাওয়ার মত বই। বইগুলোর বিশেষত্ব হল বইয়ের মলাট সেই লেভেলের হার্ড আর অস্থির রকমের শক্ত-পোক্ত। অন্যদিকে, বইয়ের পাতা গুলো অনেক মোটা-ভারী কাগজের, অফ-হোয়াইট রঙ্গয়ের।  

বইয়ের সবচেয়ে আকর্ষনীয় ব্যাপার হলো, বাচ্চাদের বইগুলোতে অনেক জাগায় সুন্দর সুন্দর রঙ্গিন হাতে আকা ছবি রয়েছে যেগুলো আসলেই সংগ্রহে রাখার মত। অনলাইনে মোটামুটি ২৫০+ রাশিয়ান বই (বাংলায়) পাওয়া যাবে কিন্তু হার্ডকপি খুব কম মানুষের কাছে আছে। তাও যে কয়টা আছে সেগুলো ছিন্নভিন্ন অবস্থা মাঝে মাঝে রাস্তায় আশে পাশের পুরোন লাইব্রেরীর দোকানে পাওয়া যায়। 







আমার নিজের প্রথম কেনা রাশিয়ান বইটা “সম্ব্রানিয়া ও কালো খাতা” ফুটপাথের একটা বইয়ের দোকান থেকে কিনেছিলাম ১৯৯৯ সালে মাত্র ২০/- টাকা দিয়ে। এরপরে মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে খুজে পাওয়া এদিক সেদিক করে ৫-৬ টা বই কিনি ৫০-৮০ টাকার মধ্যে।

 যদি কারো কাছে রাশিয়ান বই থাকে আমাকে দিতে পারেন, ইন শা আল্লাহ কিনে নিবো। এতে আমার কালেকশন বাড়বে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন