আল্লাহ কি নিরাকার?

Amazing Allah Name Wallpaper Images for Dp

▒░│আল্লাহ কি নিরাকার???░▒▓
আমরা জন্মের পর থেকে জেনে ও পড়ে আসছি আল্লাহ নিরাকার। আসলে কি কোনদিন আমরা নিজেরা যাচাই করে দেখছি আল্লাহ নিজে কিভাবে তাঁর কথা আমাদের জানাচ্ছেন??? আসুন জানি আল্লাহ তাঁর অংগ সম্পর্কে কি বলেছেনঃ

১. আল্লাহর চেহারা রয়েছে-

وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ  [সুরা আর-রহমানঃ২৭]



এখানে “ওয়াজহুন” শব্দটির অর্থ হলো “চেহারা

**মনে রাখতে হবে তাঁর মতো কেউ নয়,তিনি কারো মতো নন।    [সুরা এখলাসঃ৪]

২. আল্লাহর চোখ রয়েছে-

أَنِ اقْذِفِيهِ فِي التَّابُوتِ فَاقْذِفِيهِ فِي الْيَمِّ فَلْيُلْقِهِ الْيَمُّ بِالسَّاحِلِ يَأْخُذْهُ عَدُوٌّ لِّي وَعَدُوٌّ لَّهُ ۚ وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي وَلِتُصْنَعَ عَلَىٰ عَيْنِي       [সুরা ত্বহাঃ৩৯]

এখানে “’আইনু” শব্দের অর্থ হচ্ছে “চোখ

**মনে রাখতে হবে তাঁর মতো কেউ নয়,তিনি কারো মতো নন।    [সুরা এখলাসঃ৪]

৩.আল্লাহর হাত রয়েছে-àà

قَالَ يَا إِبْلِيسُ مَا مَنَعَكَ أَن تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَيَّ ۖ أَسْتَكْبَرْتَ أَمْ كُنتَ مِنَ الْعَالِينَ

[সুরা সদঃ৭৫]

এখানে “ইয়াদাইয়্যা” শব্দের অর্থ “হাত

**মনে রাখতে হবে তাঁর মতো কেউ নয়,তিনি কারো মতো নন।    [সুরা এখলাসঃ৪]

৪. আল্লাহর হাতের মুষ্টি রয়েছে

وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَاوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ ۚ سُبْحَانَهُ وَتَعَالَىٰ عَمَّا يُشْرِكُونَ [সুরা যুমারঃ৬৭]

এখানে “ক্বব্দাতু” শব্দের অর্থ “হাতের মুষ্টি

**মনে রাখতে হবে তাঁর মতো কেউ নয়,তিনি কারো মতো নন।    [সুরা এখলাসঃ৪]

  ৫. আল্লাহর হাতের (পাচঁটি) আংগুল রয়েছে-àà

আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রা) থেকে বর্নিত, “......কিয়ামাত এর সময় আল্লাহ তা’আলা সমস্ত আকাশকে এক আংগুলে, সমস্ত যমীনকে এক আংগুলে, সমস্ত সৃষ্টি জগৎ কে এক আংগুলে রেখে বলবেন ‘আমিই তো একমাত্র সম্রাট......’”

[হাদিসে কুদুসী, বুখারী,মুসলিম]   

**মনে রাখতে হবে তাঁর মতো কেউ নয়,তিনি কারো মতো নন।    [সুরা এখলাসঃ৪]

৬. আল্লাহর পায়ের গোছা রয়েছে-

يَوْمَ يُكْشَفُ عَن سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى السُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَ [সুরা ক্বালামঃ৪২]

এখানে “সাক্ব” শব্দের অর্থ “পায়ের গোড়ালি

**মনে রাখতে হবে তাঁর মতো কেউ নয়,তিনি কারো মতো নন।    [সুরা এখলাসঃ৪]

দয়া করে অর্থ বুঝে কুর’আন পড়ুন [সুরা আল-ইসরাঃ৪১] এতে আমাদের সবার অনেক বিভ্রান্তি দূর হয়ে যাবে ইনশাহাল্লাহ।

আল্লাহ সুবহানাহুয়া তা’আলা কে দুনিয়া তে কেউ কোনদিন দেখেনি দেখতেও পারবে না [স্বয়ং রসুল(সঃ) ও কোনদিন দেখেন নি] তবে ইনশাহাল্লাহ যারা মু’মিন বান্দা তারা তাঁকে জান্নাতে আল্লাহর নিজ আকৃতিতে দেখতে পাবে।  [সাহীহ মুসলিম] [সুরা আল-কিয়ামাঃ২২-২৩]

আসুন নিজে মু’মিন বান্দা হই অন্যকে মু’মিন হতে সাহায্য করি আর আল্লাহকে দেখার সৌভাগ্য অর্জন করি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন