ঈশ্বরের ক্ষমাঃ The Weekly Confession



খৃষ্টানদের একটা ধর্মীয় বিদ'আত হল,
তারা ধর্ম পালন করবে না ... ...
সপ্তাহে ১ দিন (রবিবার) গির্জায় যাবে ...
সেখানে একজন #সিস্টার/ফাদার থাকে ...
যদি কেউ কোনো পাপ করে ফেলে (এবং অবশ্যই করবেই!!) তখন সে ঐ #সিস্টারকে/ফাদারকে গিয়ে বলেঃ
"আমি অমুক পাপ করেছি । আমি এর স্বীকারক্তি করছি ।"

ঐ সময় সিস্টার/ফাদার (!!) আর ঐ পাপী ব্যাক্তির (!) মাঝে একটা কাঠের জালি পর্দা থাকে ... শুধু কন্ঠ শোনা ছাড়া কিছুই দেখা যায় না ...
সিস্টার/ফাদার সাধারনত বলে দেয়ঃ "ঈশ্বর আপনাকে ক্ষমা করে দিবেন/ দিয়েছেন ..."
এভাবে #পাপমুক্ত হয়ে গেল ... (LOL)
প্রশ্ন হলঃ
১. ঐ সিস্টার/ফাদার পাপ করলে তার Confession কিভাবে হয়?
২. এভাবে যদি পাপমুক্ত হওয়া যেতোই তাহলে কেনই বা JESUS (আঃ) এত কষ্ট করে যাযাবর জীবনযাপন করে ধর্ম প্রচার করলেন?
এজন্যই মহান আল্লাহ বলেছেন যে খৃষ্টানরা একটা পথভ্রষ্ট জাতি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন