▒▓│মুসলিম │▓▒
আপনি জানেন কি?????
ইসলামই একমাত্র
দ্বীন যা আমাদের সৃষ্টিকর্তা কতৃক মনোনিত, বাকি সব বাতিল মত ও দল। (সুরা-আল ইমরানঃ১৯) কিন্তু এই ইসলাম কিভাবে নিজের জীবনে পালন করতে হয় সেটা
আমাদের অনেকের কাছে আজ অজানা। দুনিয়াবী পড়াশুনা করতে করতে আমরা ভুলেই গিয়েছি
আমাদের আসল (আখিরাতের) জীবনের কথা!!!!
আজ আমরা ইসলাম জানব একটি ছোট সিলেবাস
এর মাধ্যমে। ইনশাল্লাহ!!!
প্রথমত, আল্লাহ
সুবহানাহুয়া তা’আলা আমাদের বলছেনঃ
“পড়! তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি
করেছেন”
(সুরা
আলাক্বঃ ১)
তাহলে প্রশ্ন
আসে!! কি পড়া দরকার প্রথমে??
উত্তর রসুল
(সঃ) আমাদের দিয়ে দিচ্ছেনঃ
“বল লা-ইলাহা ইল্লাল্লাহ! তোমরা সফলকাম
হবে...” অর্থাৎ
আমাদের প্রথমে শিখতে হবে আল্লাহর বিশুদ্ধ “তাওহীদ”।
!!##শুরু
করুন কুর’আন ও সহীহ হাদিস পড়া##!!
দ্বিতীয়ত, এবার জ্ঞান
অর্জনের সাথে সাথে অবশ্যই “ঈমান” আনতে হবে।
আল্লাহ
সুবহানাহুয়া তা’আলা বলেনঃ
“......তারা সবাই ঈমান এনেছে আল্লাহতে,
তাঁর ফিরিশ্তাসমুহে,তাঁর কিতাব সমুহে, তাঁর রসুলগনে......”
(সুরা-বাকরাঃ
২৮৫)
আসুন,জানার মাধ্যমে ঈমান আনি আল্লাহ নির্দেশিত ৬টি বিষয় এর উপর
তৃতীয়ত, সর্বশেষ
বিষয় হল “আমাল” করা অর্থাৎ আল্লাহ ও তাঁর রসুল(সঃ) কতৃক নির্দেশিত ও প্রদর্শিত।
সুতরাং,আপনি
যাই করেন না কেন!! যদি নিজেকে মুসলিম দাবী করেন তাহলে যে কোন (দুনিয়াবী বা আখিরাতি) কাজের পুর্বে জেনে নিন ঐ
কাজটি আল্লাহ কিভাবে
করতে আদেশ করেছেন এবং আল্লাহর রসুল (স্ঃ) কিভাবে করে দেখিয়ে
গিয়েছেন।
(সুরা-নিসাঃ ৫৯)
তা না হলে আপনার,
আমার আমাল করাটাই বৃথা। সেটা আল্লাহর নিকট গ্রহনযোগ্য হবে না। (সুরা-নিসাঃ৬৫)