◄হিরোঃ I
wanna be … ►
বলা হলোঃ
বলা হলোঃ
"Who do you wanna be like as a HERO?"
বর্তমানের Average
পোলাপাইন বলবেঃ
I wanna be Superman/Batman/Spider-man/Avengers/Ironman ... blah blah blah.
যদিও এদের অস্তিত্ব, ইতিহাস এবং অবদান কিছুই দুনিয়াতে বাস্তবে
একদমই নেইই, কিন্তু Idol
worship বলে একটা রোগ আছে এই
মানুষগুলোর.
◘ এবার ভিন্ন দৃষ্টিতে দেখা যাক,
১ থেকে ১.৫ লাখ সহাবী ছিলেন তারা উড়তে পারতো না... তারা ঘুষি মেরে মাটি ফাটাতে পারতো না ... তারা psychic power দিয়ে নিয়ন্ত্রন করতো না বা Bionic Suit পড়ে Fight করতো না কিন্তু তারা all possible way তে বিভিন্ন সমস্যার বাস্তব সম্মত সমাধান দেখিয়ে দিয়ে গেছেন।
আল্লাহ তাদের এমনভাবে Set করেছেন যে মানুষের জীবনে যত ধরনের সমস্যা কিয়ামাত পর্যন্ত উঠে আসতে পারে তার সবগুলোরই বাস্তব সহজ সমাধান ইতিহাসে ইতিমধ্যেই চলে এসেছে।
সুতরাং, ৪-৫ মাস কাউকে (এমনকি একটা অমুসলিমকেও) যদি সহাবী রঃ-দের
জীবনি পড়ানোর পরে বলা হয়ঃ
"Who do you wanna be like as a HERO?"
♥ সে নির্দ্বিধায় উত্তর
দিবেঃ
I wanna be a সহাবা (রদ্বিয়াল্লাহু তা’আলা আনহু/আনহা)