একটা প্রশ্ন খুব Common শোনা যায় কিছু মুসলিমদের থেকেঃ
"কেন অমুসলিমরা আমাদের মুসলিমদের থেকে জ্ঞান-বিজ্ঞান,
সম্পদ ও প্রাচুর্যে উন্নত?
কেন?"
হুম! আসলেইতো কেন? কেন এরকম বিশাল পার্থক্য?
উত্তরটা বুঝার জন্য আমাদের দুইটা দিক ভালোভাবে খেয়াল করতে হবেঃ
১. আমাদের মুসলিমদের আসল লক্ষ্য ও উদ্দ্যেশ্যটা কি?
উত্তরঃ মৃত্যুর পর জান্নাত পাওয়া
২. আমাদের মুসলিমদের কতটুকু দরকার?
উত্তরঃ যতটুকু হলে দুনিয়াতে প্রয়োজন পূরন করে চলা যায়।
দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে অমুসলিমরা জ্ঞান-বিজ্ঞান,
সম্পদে ও প্রাচুর্যে অনেক এগিয়ে।
ওরা অনেক জটিল হিসাব নিকাশ ভালো বুঝলেও আফসোস!! ওরা INFINITY (অসীম) এর Definition-টা বুঝে না
বরং আখিরাতের অসীমতার চাইতে দুনিয়ার ক্ষনস্থায়ী জীবনকে ভালো করে
বুঝে (দেখুন সূরা রুমঃ ৭)
একই সাথে ওরা (ইয়াহুদী-খৃষ্টান) চায় হাজার
বছর বেঁচে আরো ভোগ বিলাশ করতে
(দেখুন সূরা বাক্বরাঃ ৯৬)।
অন্যদিকে, মুসলিমরা জানে যে অসীম বলতে কি বুঝায় এবং আখিরাতের অসীম সময়ের আনন্দ কত
বেশী!!!
At The End of The Day, সুত্রটা খুব সহজঃ
এই দুনিয়াতে যতটুকু প্রয়োজন ততটুকু ভোগ করে আল্লাহর পথে আন্তরিকভাবে জীবন পার
করে মৃত্যুর পরে অসীম সময়ের জন্য আনন্দ ভোগ করা।
So, দুনিয়াতে আপাতত সেইরকম উন্নতি না করলেও চলবে but আখিরাতে অনেক কিছু
জানার-দেখার-বুঝার-ভোগ করার আছে।