►ধর্ম ও সংস্কৃতিঃ The Scholar View◄
সুরা ফুরকানঃ
৭২ [যারা মিথ্যাকাজে যোগদান করে না ...] এখানে মিথ্যা কাজ বলতে বুঝায়
অমুসলিমদের ধর্মীয় ও ছুটির অনুষ্ঠান। *ইবনে-আল-ক্ব্যইয়ুম (রহঃ) কিতাব "আহকাম আল জিম্মাহ" তে বলেনঃ
"(ঐক্যমত এর মাধ্যমে/ইজমা দ্বারা) অমুসলিমদের কোন ধর্মীয় সংস্কৃতিতে শুভেচ্ছা-অভিবাদন জানানো হারাম, যেমন তাদের ঐ অনুষ্ঠানে অভিবাদন জানানো এই বলেঃ ' A Happy Festival to You ' অথবা ' আশা করি আপনারা আপনাদের দিন ভালোভাবে enjoy করবেন ' আরো অনেক কিছু... কেউ যদি অবিশ্বাস রেখেও এই কথা গুলো বলে (এমনি এমনি) তারপরেও সেটা নিষিদ্ধ।""যেসব মুসলিমদের তাদের নিজ দ্বীনের উপর সম্মানবোধ নেই তারাই এরকম ভুল করে। তারা এটার ভয়াবহতা (মারাত্মকতা) বুঝতেও পারে না। যে ব্যাক্তি কোন বিদ'আতের বা অন্য কোন বাতিল-কুফুরী অনুষ্ঠান-জিনিষের উপর শুভেচ্ছা জানাবে , ' সে আল্লাহর গজবে ও আযাবে পতিত হল '... ... [আল আহকাম আল-জিম্মাহঃ ১/১২৫]"
"এটা অনেকটা এমন শুভেচ্ছা জানানো যে, কেউ ক্রুশকে মাথা নত করে শ্রদ্ধা জানালো ... অথবা এর চাইতেও খারাপ কিছু"
"এটা মদ খাওয়ার মতই বড় অপরাধ ... অথবা কাউকে খুন করার মত বিশাল অপরাধ ... অথবা যেনা-ব্যাভিচার এর মত অপরাধ আরো অনেক কিছু"