আপনার কি মনে হয়ঃ The
Game of Word
আমেরিকার নিউওর্কের টাইমস স্কয়ারে অমুসলিমদের জিজ্ঞাসা
করা হয়েছিল যে,
ইসলাম,
মুসলিম, হিজাব, আল্লাহ, রমাদান, ঈসা (আঃ), জিহাদ এই শব্দগুলো শুনলে আপনার কি মনে
হয়?
এদের
উত্তরগুলো খুবই মজাদার ও চিন্তাজনক,
ইসলাম শব্দটা
শুনার পর এদের মধ্যে যেসব মন্তব্য এসেছে তা হলঃ
- · ৭/১১ (আসলে হবে ৯/১১)
- · ধার্মিক লোক যাদের মাথায় ইয়া টুপি থাকে কালো রঙয়ের চামড়া
- · মিশরের বেলি ড্যান্স
- · আল্লাহ
- · মধ্য প্রাচ্যের মানচিত্র
- · একটা ধর্ম যেটা নাবী মুহাম্মাদ মধ্যপ্রাচ্যে প্রচার করেছেন
মুসলিম শব্দটা শুনার
পর এদের মধ্যে যেসব মন্তব্য এসেছে তা হলঃ
- · আমার মুসলিম বন্ধু আছে স্কুলে
- · আমার বাবাই মুসলিম
- · আমার মনে হয় মিডিয়ার জন্য এই শব্দটা সবার সামনে ভুলভাবে প্রকাশিত হয়েছে।, এই কারণে সবাই এদের ঘৃনা করে।
- · একটা ধর্ম
- · বোমাবাজি
- · মুসলিম মানে গডের দাস
- · সব মুসলিম আরব (কিছুটা দ্বিধা আছে)
রমাদান শব্দটা শুনার
পর এদের মধ্যে যেসব মন্তব্য এসেছে তা হলঃ
- · একটা সংস্কৃতি
- · মুসলিমদের ছুটির দিন
- · খাবার না খাওয়া
- · অধিকাংশেরই কোন আইডিয়া নেই
ঈসা (জিসাস) শব্দটা শুনার পর এদের মধ্যে যেসব মন্তব্য এসেছে তা হলঃ
- · যে কেউই জিসাসকে বিশ্বাস করতে পারে এতে ধর্মের কিছুই নাই
- · হ্যা মুসলিমরা জিসাসকে বিশ্বাস করে কিন্তু অন্য একটা নামে (ঈসা) ডাকে
- · মুসলিমরাও অনেক গডে বিশ্বাস করে ... (দ্বিধা কন্ঠে)
- · কেউ কেউ জিসাসকে পূজা করে
- · আসলে কেউ নিজেকে মুসলিম বলে অথচ অন্য কিছু বিশ্বাস করে
ভার্জিন মেরি (মারিয়াম (আঃ))
শব্দটা শুনার পর এদের মধ্যে যেসব মন্তব্য এসেছে তা হলঃ
- · I think She is COOL
- · আমার জানামতে সে ইতিহাসের গুরুত্বপুর্ন একজন... সে হল জিসাসের মা ... উম উম ... (পাশে থেকে বললঃ আরে না সে হল স্ত্রী। মনে নাই ঐ যে মেরি একজন কুমারী ছিল , গড তার পেটে বাচ্চা দিল আর বলল “তুমি আমার বাচ্চা প্রসব করবে” তখন জিসাস আসলো) ও হ্যা হ্যা ... ... আবার প্রশ্ন করা হলো মেরি কি আসলেই জিসাসের স্ত্রী? তখন মেয়েরা বলল, “অনেক Conused অবস্থায় এরা উম উম করল এরপর বলল, মেরি হল জিসাসের মা... ... মনে হয় সে গডের WIFE আমি শিওর না!! ”
- · একজন Blessing Mother
- · একজন খারাপ থেকে রক্ষাকারী
- · ক্যাথলিকস
আল্লাহ আর গড কি একই আসলে
আল্লাহ কি? এই প্রশ্নের শুনার পর এদের মধ্যে যেসব মন্তব্য এসেছে তা হলঃ
- · গড হল এমন একজন যার কাছি আমি কিছু চাই, আমার অনুভুতি আসে যে অন্যের কাছে যাওয়া লাগে না, আমার রক্ষাকারী
- · আল্লাহ হল অন্যরকমের গড
- · আল্লাহ আর গড একই কারন আমাদের সকলের গড একজন
- · গড হল একজন যে আমাদের সৃষ্টি করেছেন কিন্তু “আল্লাহ” নামটার সাথে পরিচিত না
- · আল্লাহ আসলে গডেরই একটা নাম ... ...
- · গড হল Energy of the Universe সর্বত্র বিরাজমান।
হিজাব শব্দটা শুনার
পর এদের মধ্যে যেসব মন্তব্য এসেছে তা হলঃ
- · আমার মনে হয় এমন একটা জিনিষ যেটাতে কোন স্বাধীনতা নাই
- · মাথার উপরে পড়ে এরকম আরকি ...
- · এমন কিছু ধে পড়া যেটা অন্য পুরুষেরা দেখতে না পায় শুধু স্বামী ছাড়া
- · এমন কিছু যে মেয়েদেরকে বাধ্য করা হয় আগের যুগে ফিরিয়ে নিতে
- · সংস্কৃতি এক জিনিষ আর হিজাব হল সৌন্দর্য ঢেকে রাখা...
একজন
নান ও একজন মুসলিম হিজাবি নারীর ছবি দেখানোর পরে তাদের মন্তব্য ছিলঃ
·
একজন নান ... আর পাশের জন মুসলিম তাকে ঢেকে রেখেছে ...
·
(প্রথমবার দেখে) দুইজনই মুসলিম ... (পরেরবার দেখে অবাক হয়ে)
... ওহ!! পাশে একজন নান !!!!
জিহাদ শব্দটা শুনার
পর এদের মধ্যে যেসব মন্তব্য এসেছে তা হলঃ
- · জি ... আমার মনে আসে চকলেট
- · আমি জীবনেও শুনি নাই এই শব্দ
- · আমি এই শব্দ জীবনেও শুনিও নাই টিভিতেও দেখি নাই
- আমার মনে হয় এটা হল এমন কিছু যেটা Extreme কাজ বুঝায় মারামারি ... যদিও এই শব্দের মধ্যে NEGETIVE ব্যাপার আছে কিন্তু আসলে হয়ত এটার ভালো অর্থ আছে।
https://www.youtube.com/watch?v=SiHHb0punt4