কোন এক গোত্র আহনাফের সাথে শত্রুতা করত। ঐ গোত্রের লোকদের মধ্যে এক বোকা লোককে বেছে তাকে বলা হল যে সে যদি আহনাফের গালে কষে চড় মারে তাহলে ১০০০ দিরহাম পুরষ্কার পাবে।
লোভে পড়ে বোকা লোকটি আহনাফের কাছে চলে গেল। ঐ সময় আহনাফ কয়েকজনের সাথে গম্ভীরভাবে বসে কথা বলছিলেন। ঐ বোকা লোকটা আস্তে আস্তে আহনাফের কানের কাছে চলে আসলো। আহনাফ মনে করল হয়ত লোকটা তার কানে কানে গোপন কিছু বলবে।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আহনাফকে কষে এমন এক চড় দিলো যে গাল ফেটে যাবার মত।
আহনাফ আগের মতই স্বাভাবিকভাবে বসে তার দিকে তাকালেন,
আর শান্ত ভাষায় জিজ্ঞাসা করলেনঃ "তুমি আমাকে চড় মারলে কেন?"
বোকা লোকটি বললঃ "বনী তামীম গোত্রে নেতাকে চড় মারার শর্তে আমাকে ১০০০ দিরহাম দেয়া হবে বলা হয়েছে।"
আহনাফ বলঃ আহ!! তুমি তো কিছুই করতে পারলে না!! আমি তো বনী তামীম গোত্রের নেতা না।
তখনই আহনাফ তার নেতৃত্বকে অন্য একজনের (হারেসা ইবনে কোদামা) দিকে ইংগিত দিয়ে বললঃ ঐ যে লোকটি তলোয়ার পাশে রেখে বসে আছেন উনিই নেতা। এদিকে হারেসা তো ঘটনা দেখে রাগে গোস্বায় ফেটে যাওয়ার মত অবস্থা।
বোকা লোকটি বলঃ ঐ যে লোকটি!! হ্যা দেখতে পাচ্ছি তো!বোকা লোকটি এগিয়ে গেল হারেসার দিকে। এদিকে হারেসার চোখ দিয়ে রাগে আগুন ঝড়ছে। ঠিক ঐ সময় বোকা লোকটি হাত উঠিয়ে চড় মারতে যাবে তখনই হারেসা তলোয়ার বের করে তার হাত কেটে ফেললো।
"সফল সেই ব্যাক্তি, যে সমাপ্তিতে হাসতে পারে"