বিবর্তনঃ The Embryo Dystopia

বিবর্তনঃ The Embryo Dystopia ◄

ইসলামের সাথে বিভিন্ন সংস্কৃতির একটা চরম বিদ্বেষপূর্ন পার্থক্য রয়েছে।
◘ ধরুন, কেউ হয়ত থার্টি ফার্ষ্ট নাইট / পহেলা বৈশাখ / মা দিবস / হলোউইন / ভ্যালেন্টাইন ডে / জম্মদিন / ফ্রিমিক্সিং পিকনিক পালন করবে কিন্তু সেই জাগায় ইসলাম বলছে  
না করা যাবে না
কেন যাবে না? এর উত্তর সবাইকে শর্টকাটে দেয়া যায় না …

তখন এই নাবোধক কথার পিছনে বিশাল ইতিহাস না জানা আর না শোনার কারণে একের পর এক নোংরা সংস্কৃতির মধ্যে নিজেদের জড়িয়ে
আমরা মনে করছি,
“এটা করলে সমস্যাটা কি? আমি তো খারাপ কিছু করছি না! ”

গত হাজার বছরে বিবর্তনটা আসলে মানুষের শরীরে হয়নি … …
হয়েছে তাদের মনে আর চিন্তায়।

♥ যারা এই বিবর্তনে সৃষ্টিকর্তার নির্দেশগুলো প্রশ্ন ছাড়া মেনে নিয়ে চলেছে তারাই সফল বিবর্তিত মানুষ জাতি
◘ যারা এখনো “এটা করলে সমস্যাটা কি? আমি তো খারাপ কিছু করছি না! ” এই কথার মধ্যে পরে আছে তারাই পশুর লেভেলে বা তারও নিচে রয়ে গেছে এখনো সফলভাবে বিবর্তিত হতে পারেনি।

♥ আর এই বিষয়টাই আল্লাহ সূরা আ’রফঃ ১৭৯ এ বলেছে এভাবেঃ
“আমি বহু সংখ্যক জ্বীন আর মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে উপলব্ধি করে না, তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে দেখে না, তাদের কান আছে কিন্তু তা দিয়ে শোনে না, তারা জন্তু-জানোয়ারের মত, বরং তার চেয়েও পথভ্রষ্ট, তারা একেবারে বে-খবর।”
[সুতরাং সফলভাবে নিজেদের অন্তরকে বিবর্তিত করতে হবে, এটাই প্রত্যাশা]

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন