অতুলনীয়ঃ The Grand Character

!! অতুলনীয়ঃ The Grand Character !!
এক দেশে এক মহান নেতা ছিলেন যিনি সারাদিন কোন না কোন গুরুত্বপুর্ন কাজে ব্যস্ত্ থাকতেন। রাষ্ট্রনায়কের অবস্থা থাকবে সারাদিন দেশ পরিচালনা আর মানুষএর কল্যানে ব্যাস্ত কিন্তু একদিন,

তিনি বাইরে বের হলেন, হঠাৎ!! একটা বাচ্চা মেয়ে তার আঙ্গুল ধরে টেনে নিয়ে গেল।
রাষ্ট্রপ্রধান কিছুই মনে করলেন না। বাচ্চা মেয়েটা শহরের অলিগলি ঘুরতে লাগল আর আনা গল্প শুনিয়ে শুনিয়ে রাষ্ট্রপ্রধানকে নিয়ে হাটতে লাগলো ...
নেতাও খুশি মনে তার সাথে ঘুরতে থাকলেন। যতক্ষন না মেয়েটির খেলা শেষ হল তিনি মেয়েটির পাশ থেকে সরলেন না। অনেকটা ঘুরাফিরা শেষে মেয়েটি ঐ রাষ্ট্রপ্রধানকে ছাড়ল।
অথচ এই কর্মব্যস্ত মানুষটির মুখে হাসি লেগেই ছিল ...

আর সেই অসাধারন মানুষটি হলেনঃ মুহাম্মাদ (সাল্লাল্লাহু ওয়া আলাইহি ওয়া সাল্লাম) একমাত্র আদর্শ ও সর্বোচ্চ সুন্দর চরিত্রে অধিকারী মানুষ যার মত আর কেউ এই দুনিয়াতে আসবেন না।
লজ্জাজনক একটি বিষয় হলো, আজ আমরা সামান্য দুনিয়াবী কর্মব্যস্ততা থাকলে সলাত আদায় করা পর্যন্ত ছেড়ে দেই। এগুলো আমাদের জন্য শিক্ষা স্বরুপ।  

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন