Monogatari [1]: হতভাগা


এক বিদ্রোহী লোক ছিলো যাকে ধরে শাসকের সামনে আনা হলো। নির্দেশ হলো "গর্দান কেটে দাও"।
জনৈক বিদ্রোহীঃ আমার কথাটা শুনুন! আপনি আমাকে যে শাস্তি দিচ্ছেন সেটা পাওয়ার যোগ্য আমি না।
শাসকঃ কেন?
জনৈকঃ দেখুন! আমি এ পর্যন্ত আপনার বিরুদ্ধে যতগুলো যুদ্ধ করেছি সব জাগায় বদনজর লাগিয়েছি। ফলে আমার লোকেরা সব হেরে গেছে আর আপনিই সবগুলো যুদ্ধে জিতেছেন। আসল কথা হলো "আমি আপনার দুশমন হয়েও আপনার পক্ষেই কাজ করেছি"।
শাসক অনিচ্ছা সত্ত্বেও হেসে দিলো এবং তাকে মুক্ত করে দিলো।
বিদ্রঃ শাসক = খলীফা আব্দুল মালেক বিন মারওয়ান