Monogatari [2]: শয়তানের ছবি



এক মেয়ে আংটি বানানোর জন্য জাহিযকে স্বর্নের দোকানে নিয়ে গেলো।
[জাহিয দেখতে ভয়াবহ রকমের কুৎসিত ছিলো]
মেয়ে বললঃ এর চেহারা মতো করে বানিয়ে দেও। [মেয়ে চলে গেলো]
জাহিয আশ্চর্য হয়ে গেলো ... ... ব্যাপার কি?
জাহিযঃ [স্বর্নকারকে] এই মেয়ে আমার ব্যাপারে কি বলে গেলো?
স্বর্নকারঃ এ মেয়ে আংটি বানাবে, ঐ আংটির উপর শয়তানের ছবি ডিজাইন করে দিতে বলেছে। আমি বললাম "শয়তান তো কখনো দেখিই নাই, সেটা কিভাবে আকঁবো :O তখন আপনাকে নিয়ে এসে দেখালো যেনো আপনার চেহারা মতো ডিজাইন করে দেই!!"

বি.দ্রঃ জাহিয (আবু উসমান বিন বাহার বিন মাহবুব) আরবিয়ান ঐতিহাসিক জ্ঞানী-পন্ডিত ও খ্যাতিমান সাহিত্যিক ছিলেন। তার বিখ্যাত বই "কিতাব আল-হায়াওয়ান" হলো Animal Encyclopedia.

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন