Monogatari [10]: ১ লাখ



এক দেশের এক রাজা জনৈককে এক জাগায় গভর্নর নিযুক্ত করলেন।
ঐ জনৈক ব্যাক্তি শক্ত ইনসাফের মাধ্যমে এলাকা পরিচালনা করত।
কিন্তু ঐ এলাকার লোকেরা তাকে পছন্দ করত না ফলে তারা ফন্দি করলো "জনৈকের নামে মিথ্যা অপবাদ দিবে"।
তখন এক সরদার সবাইকে বললঃ আমার কাছে সবাই মোট ১ লাখ টাকা জমা কর ... আমি এই টাকা নিয়ে রাজার কাছে যাবো আর তাকে বলব যে "এই টাকা জনৈক গভর্নর রাষ্ট্রীয় কোষাগার থেকে চুরি করে আমার কাছে জমা রেখছে" ... তখন চুরির অপবাদ লেগে যাবে আর ঐ গভর্নরকে তাড়িয়ে দেয়া হবে।
........................
সবাই তাই করলো ..........................
........................
ঐ সরদার রাজার কাছে গেলো ...........
সব কথা শুনে রাজা মাথা ঠান্ডা করে ঐ গভর্নরকে ডাকেন।
রাজাঃ হে জনৈক! আপনি নাকি এই ব্যাক্তির কাছে ১ লাখ টাকা চুরি করে জমা রেখেছেন?
জনৈকঃ না! এই ব্যাক্তি মিথ্যা বলছে, বরং আমি এর কাছে ২ লাখ টাকা রেখেছিলাম ...
রাজাঃ [সরদারকে] কি ব্যাপার! তুমি বললা ১ লাখ টাকা রেখেছে আর গভর্নর বলছে ২ লাখ টাকা রেখেছেন ... তাহলে বাকি ১ লাখ টাকা কোথায়?
সরদার লজ্জা পেয়ে গেলো এবং বললঃ আসলে! জনৈক আমার কাছে কোন চুরির টাকাই রাখেননি। আমরা অনেকে মিলে মিথ্যা চক্রান্ত অপবাদের জন্য এরকম করেছি ...
রাজা অবাক হয়ে গভর্নরকে বললঃ তাহলে তুমি কেন বললে যে সরদারের কাছে ২ লাখ টাকা জমা রেখেছিলে?
জনৈকঃ কারন, এই লোক আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে তাই আমিও তাকে অপমানিত করার কৌশল করলাম।
বি.দ্রঃ রাজা = উমার রঃ || জনৈক = মুগীরা রঃ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন