জনৈক জ্ঞানী ব্যাক্তি
এক জাগায় যাওয়ার সময় দেখলেন এক লোক বলছেঃ "হে আল্লাহ! তুমি আমাকে ক্ষমা করো, কিন্তু আমার মনে হচ্ছে তুমি আমাকে ক্ষমা করবে না!!"
............ জ্ঞানী ব্যাক্তিটি অবাক হয়ে তার কাছে গেলো .........
◘ জ্ঞানী ব্যাক্তিঃ হে আল্লাহর বান্দা! তুমি এমন কি পাপ করেছো যে আল্লাহ থেকে নিরাশ হয়ে যাচ্ছো?
► লোকঃ শোনো! আমি একবার প্রতিজ্ঞা করেছিলাম অমুককে থাপ্পড় মারবো। কিন্তু কিছু লোক অমুককে মেরে ফেলে ... তখন আমি আর থাপ্পড় মারতে পারি নাই। তাই প্রতিজ্ঞা পূরন করার জন্য ঐ অমুকের জানাযা পড়ার অভিনয় করে চেহারা দেখার নাম করে একা একা ওনার ঘরে ঢুকে কাপড় সরিয়ে সুযোগমত থাপ্পড় মারলাম। তখনই আমার ডান হাত শুকিয়ে গেলো
◘ জ্ঞানী ব্যাক্তিটি নিজে দেখলো যে আসলেই লোকের ডান হাতটি লাকড়ির মত শুকনো।
............ জ্ঞানী ব্যাক্তিটি অবাক হয়ে তার কাছে গেলো .........
◘ জ্ঞানী ব্যাক্তিঃ হে আল্লাহর বান্দা! তুমি এমন কি পাপ করেছো যে আল্লাহ থেকে নিরাশ হয়ে যাচ্ছো?
► লোকঃ শোনো! আমি একবার প্রতিজ্ঞা করেছিলাম অমুককে থাপ্পড় মারবো। কিন্তু কিছু লোক অমুককে মেরে ফেলে ... তখন আমি আর থাপ্পড় মারতে পারি নাই। তাই প্রতিজ্ঞা পূরন করার জন্য ঐ অমুকের জানাযা পড়ার অভিনয় করে চেহারা দেখার নাম করে একা একা ওনার ঘরে ঢুকে কাপড় সরিয়ে সুযোগমত থাপ্পড় মারলাম। তখনই আমার ডান হাত শুকিয়ে গেলো
◘ জ্ঞানী ব্যাক্তিটি নিজে দেখলো যে আসলেই লোকের ডান হাতটি লাকড়ির মত শুকনো।