হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতির সাথে সূরা মুহাম্মাদঃ ১৯ আয়াতের একটা সামঞ্জস্য খুঁজে পাওয়া যায়।
◘ প্রথমত, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি অনুযায়ীঃ
"মানুষের জন্য Quantum লেভেলে কোন কনার/জিনিষের ভরবেগ ও সঠিক অবস্থান দুইটা একসাথে বের করা সম্ভব না। অর্থাৎ, যেকোন একটি সঠিকভাবে Observe করলে অন্যটি Measure করা অসম্ভব"
◘ অন্যদিকে সূরা মুহাম্মাদঃ ১৯ এ আল্লাহ বলেনঃ
" ... মহান আল্লাহ তোমাদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে সম্যক জ্ঞাত"
♥ মহান আল্লাহর ক্ষেত্রে আমরা Quantum Level এ বসবাস করছি।
এটা খুব সাধারণএকটা উদাহরন হলেও, অনিশ্চয়তার নীতির মাধ্যমে আমরা আমাদের অক্ষমতা বুঝতে পারছি এবং সূরা মুহাম্মাদঃ ১৯ এর মাধ্যমে মহান আল্লাহ সুবহানা হুয়া তা'আলার ক্ষমতাও জানতে পারলাম।